
পিতামাতা হল সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম অধ্যাপক এবং পরিবারই হল সবচেয়ে বড় বিদ্যাপীঠ। শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। সেই বিকাশের অন্যতম কারিগর হল শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। আর মেধার সম্প্রসারণ ঘটাতে পারলেই জাগরণ ঘটে একটি জাতির। একটি দেশকে উন্নতির শিখরে পৌছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রেও। বর্তমান সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ফলে প্রযুক্তি আজ আকাশছোঁয়া। একবিংশ শতাব্দীর বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধতা গড়ে তোলা। এরই আলোকে বর্তমান সরকারের ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে হাজরা হাটি সম্মিলনী কলেজ পরিবারও বদ্ধপরিকর।
আশা করি এ কলেজের শিক্ষার্থীরা নিখাদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যথেষ্ট সচেতনভাবে বহুমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা বিকাশে উদ্যমী হবে। সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তির বিকাশে পাঠ্যবহির্ভূত জ্ঞানচর্চাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায়, সত্য ও সুন্দরের চর্চার মধ্য দিয়ে নিজের নৈতিক ও মানবিক মূল্যবোধের চেতনাকে শাণিত করবে। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ জ্ঞানচর্চার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত ডিজিটাল বাংলাদেশ গড়তে অবদান রাখবে।
অধ্যক্ষের বাণী
হাজরাহাটি সম্মিলনী কলেজ
শালিখা ,মাগুরা